সভাপতির বাণী

প্রাচীন সমতটের সুন্দরবনের কল ঘেসের সাতক্ষীরা জেলাধীন শ্যামনগর উপজেলার ৭ নং মুন্সিগঞ্জ ইউনিয়নের মুন্সিগঞ্জ কলেজটি অবস্থিত। সমুদ্র উপকূল, দুর্যোগ প্লাবন সম্ভাবনার এ জনপদে খেটে খাওয়া মানুষের সন্তানদের উচ্চ শিক্ষাদানে রত আছে এ কলেজটি। জাতি, সমাজ, উন্নত জীবন গঠন করে শিক্ষা। সে শিক্ষা প্রসারে একাগ্রতায় নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে এ কলেজটি।  মাননীয় প্রধানমন্ত্রীর উন্নত দেশ, জাতি , সমাজ গঠনে তার দিক নির্দেশনায় সে উন্নয়নের গতি ধারা দুর্বার গতিতে প্রবাহমান পথ ও লক্ষ্যের দিকে ধাবমান মুন্সিগঞ্জ কলেজ।

-মোঃ আব্দুল জলিল
সভাপতি
মুন্সিগঞ্জ কলেজ