মুন্সিগঞ্জ কলেজের ইতিহাস

মুন্সিগঞ্জ কলেজটি ১৯৯৪ খ্রীষ্টাব্দের ১৭ই ফেব্রুয়ারী বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ বন সুন্দরবনের কোল ঘেঁষে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৭ নং মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী গ্রামে অবস্থিত। প্রতিষ্ঠানটির স্বপ্নদ্রষ্টা এবং প্রতিষ্ঠাতা মুন্সিগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ মুনছুর আলী সরদার। তিনি এতদূ অঞ্চলের গরীব জনসাধারনের পুত্র কন্যাদের শিক্ষার সুবিধার জন্য স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও জনসাধারণকে সঙ্গে নিয়ে কলেজের কার্যক্রম শুরু করেন।

কলেজ প্রতিষ্ঠায় প্রাক্তন এম.পি এ.কে ফজলুল হক, শ্যামনগর মহাসিন কলেজের সাবেক অধ্যক্ষ জি. এম. আব্দুল হক, প্রাক্তন এম.পি এইচ.এম. গোলাম রেজা, আলহাজ্ব জি.এম. সোহরাব আলী, মোঃ আব্দুল গফুর সরদার, জি.এম. মাসুদুল আলম, মোঃ লুৎফর রহমান মল্লিক, মোঃ ফজলুর রহমান, মোঃ মোশারফ হোসেন, বাবু সুশীল মন্ডল, ডাঃ গীরেন্দ্র নাথ মন্ডল, মোঃ ইয়াকুব আলী, সৌরেন্দ্র নাথ মন্ডল, বাবু পতিরাম গায়েন, মোঃ আবুল কাশেম মোড়ল, ধীরেন্দ্র নাথ মন্ডল, মোঃ আজিজুল হক ঢালী, বাবু বলরাম মন্ডল, বাবু নিরামোহন মৃধা, মাষ্টার ইসরাফিল হোসেন, আলহাজ্ব আজিজুল হক,বাবু নরেন্দ্র নাথ মন্ডল, মোঃ আবু কাওছার, বাবু নেপাল চন্দ্র গায়েন, বাবু শচীন্দ্র নাথ গায়েন, বাবু নিখিল চন্দ্র গায়েন, বাবু অনিমেষ কুমার গায়েন, ফাতেমাতুজ জোহরা প্রমুখ ব্যক্তিগণ নগদ অর্থ, জমি ও অন্যান্য সহযোগিতা দিয়ে বিশেষ ভূমিকা রাখেন।

কলেজটি বিগত ০১/০৭/১৯৯৫ খ্রীষ্টাব্দ তারিখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড যশোর কর্তৃক উচ্চমাধ্যমিক পর্যায়ে স্বীকৃতি লাভ করে এবং ১৯/০১/২০০৩ খ্রীষ্টাব্দ তারিখ হতে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর কর্তৃক বি.এ/বি.এস.এস শ্রেণীতে অধিভূক্তি লাভ করে সুনামের সাথে শিক্ষাদান করে আসছে।

প্রতিষ্ঠানটি ০১/০৭/২০০০ সালে উচ্চমাধ্যমিক পর্যায়ে এম.পি.ও ভূক্তি লাভ করে এবং ০১/০৯/২০০৭ খ্রীষ্টাব্দ তারিখ হতে স্নাতক পর্যায়ে এম.পি.ও ভূক্তি লাভ করে। প্রতিষ্ঠানটির জমির পরিমান ৪.৯২ একর। বর্তমানে শিক্ষক ও কর্মচারীর সংখ্যা ৫৯ জন। এবং ছাত্র ছাত্রীর সংখ্যা ৬৯২জন।

প্রতিষ্ঠানটি দায়িত্বশীল ভূমিকা নিয়ে এই প্রত্যন্ত এলাকায় শিক্ষার আলো বিস্তারে সর্বদা ব্রতী আছে।